১৭ জুলাই চীনের উত্তরপূর্ব অঞ্চলের লিয়াও নিং প্রদেশে প্রথম দিনের পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শুরু হয়েছে।
প্রথম দিনের মশাল হস্তান্তরের স্থান লিয়াও নিং প্রদেশের রাজধানী সেন ইয়াং। সেন ইয়াং পেইচিং অলিম্পিক গমসের সহযোগী শহর।অলিম্পিক গমসের কিছু ফুটবল প্রতিযোগিতা সেন ইয়াং অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৮টার দিকে সেন ইয়াং শহরের ফেং চি ই চত্বরে মশাল হস্তান্তর উদ্বোধন হয়। প্রথম মশাল বাহক ছিল"অলিম্পিকের চীনের প্রথম অংশগ্রহনকারী"লিয়ু চিয়াং চুনের ছেলে এবং লিয়াও নিং প্রদেশের তা লিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদাল্যয়ের অধ্যাপক লিয়ু হোং থু।
এরপর, মশাল হস্তান্তর বিশ্ব প্রদর্শনী উদ্যান,সেন ইযাং সমুদ্র বিশ্ব,ছি ফান সান উন্নয়ন অঞ্চল ,সিয়ু হু হ্রদ প্রভৃতি স্থানীয় বিখ্যাত দর্শনীয় স্থান পার হয়ে অবশেষে চুড়ান্ত গন্তব্য ছি ফান সান বরফ চত্বরে পৌঁছায়।
মশালযাত্রার মোট দৈর্ঘ ছিল প্রায় ১০.৪ কিলোমিটার। ২৪১জন মশাল বাহক এতে অংশ নেন।(শিয়ে নান)
|