১৬ জুলাই পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্র আয়োজিত একটি সংবাদ ব্রিফিং থেকে জানা গেছে, ১ জুলাই থেকে পেইচিং অলিম্পিক স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন শুরু হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে স্বেচ্ছাসেবকদের কাজকর্ম সম্পর্কে অবহিত করা হয়েছে। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক লিও জিয়েন বলেছেন, স্বেচ্ছাসেবকদের নিবন্ধন ও অনুরোধ অনুযায়ী মোট ৭৪ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবককে গ্রহণ করা হয়েছে। তারা ৯৮টি দেশ ও অঞ্চল থেকে এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী।
জানা গেছে, ছিনডাও, হংকং, তিয়েনচিয়েন, সাংহাই, সেনইয়াং , ছিনহুয়াডাও সহ পেইচিংয়ের বাইরের ছ'টি অঞ্চল থেকে ৭৬০০জন স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন ।প্রতিবন্ধি অলিম্পিক গেমসের জন্য মোট ৩০ হাজার জনেরও বেশী স্বেচ্ছাসেবক গ্রহণ করা হয়েছে।
|