চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও সম্প্রতি পেইচিং থেকে থিয়ান চিন পর্যন্ত আন্তঃনগর দ্রুত গতির রেলগাড়িতে উত্তর চীনের মহানগরী থিয়ান চিন পরিদর্শনে গিয়েছিলেন । চীনের পিপলস ডেইলি পত্রিকা এ খবর দিয়েছে ।
চীনের নিজস্ব ডিজাইনে তৈরি ও মেধা স্বত্বসম্পন্ন এই আন্তঃনগরী দ্রুত গতির রেলপথের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার ।
উ পাং কুও বলেন , চীনে রেলপথের বিজ্ঞান ও প্রযুক্তি , নির্মাণ , পরিবহন ও ব্যবস্থাপনা উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে । দ্রুত রেলপথের নির্মাণকাজে বিদেশী সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগানোর ভিত্তিতে নিজ দেশের প্রচেষ্টার ওপরও নির্ভর করতে হবে ।
থিয়ান চিন পরিদর্শনকালে উ পাং কুও নতুন প্রজন্মের বিরাটাকারের বাহক-রকেট নির্মাণ কেন্দ্র , এয়ার বাস ৩২০ বিমান নির্মাণ কেন্দ্র , পিনহাই নতুন শিল্প এলাকা এবং থিয়ান চিন অলিম্পিক ক্রীড়া কেন্দ্র পরিদর্শন করেছেন । (থান ইয়াও খাং)
|