পেইচিং অলিম্পিক গেমস চলাকালে আবহাওয়ার পরিবর্তন মোকাবিলা করার জন্য আবহাওয়া পূর্বাভাসের কাজ আরো জোরদার করা হবে । ১৫ জুলাই চীনের জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা এ কথা বলেছেন ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী পেইচিং অলিম্পিক গেমসে স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামগুলোর জন্য ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস প্রয়োজন । কিন্তু আগে এথেন্স , সিডনি , আটলান্টাসহ বিভিন্ন অলিম্পিক গেমসে শুধু ৪৮ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসের ব্যবস্থা করা হতো ।
এ অলিম্পিক গেমসের জন্য চীনের আবহাওয়া বিভাগ পেইচিংয়ের গত ৫৭ বছরের আবহাওয়া সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেছে । বিশ্লেষণ থেকে বোঝা যায় , ৮ আগস্ট পেইচিংয়ে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ।
সেজন্য তখন আবহাওয়া বিভাগ মেঘ দূরীকরণ এবং বৃষ্টিপাত কমানোর চেষ্টা করবে । (থান ইয়াও খাং)
|