১৯ জুলাই রাত ১২টা থেকে পেইচিংয়ের রাজধানী বিমান বন্দরসহ চীনের বেশ কয়েকটি বিমান বন্দরে বিশেষ পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে ।
তখন গণ নিরাপত্তা বিভাগ ১,২ ও ৩ নং টারমিন্যাল ভবনের বুলডিংয়ের প্রবেশ দ্বারের সামনে নিরাপত্তা পরীক্ষা ব্যবস্থা স্থাপন করবে । টারমিনাল ভবনের প্রবেশের জন্য সকল যাত্রী , অতিথি ও বিমান বন্দরের কর্মীদের নিরাপত্তা পরীক্ষা গ্রহণের প্রয়োজন ।
বিশেষ পরীক্ষা ব্যবস্থা চালু করার কারণে যাত্রীদের একটু বেশি সময় অপেক্ষার সমস্যা সমাধানের জন্য বিমান বন্দর নানা ব্যবস্থা নেবে । বয়স্ক , শিশু ও প্রতিবন্ধীদেরকে প্রয়োজনীয় সাহায্য এবং জিনিসপত্র পাঠানোর জন্য যাত্রীদেরকে স্বেচ্ছাসেবকরা সহায়তা করবেন । (থান ইয়াও খাং)
|