পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের উপ-প্রধান মাদাম চাং হোং ১৬ জুলাই পেইচিং-এ বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের প্রথম দিক থেকে সব স্বেচ্ছাসেবক ধারাবাহিকভাবে সেবা কাজ শুরু করেছেন।
এ দিন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবা কাজ সংক্রান্ত এক বিশেষ সংবাদ ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পেইচিং অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে ১ লাখ স্বেচ্ছাসেবক সরাসরি প্রতিযোগিতায় সেবা দেবেন। পাশাপাশি ৪ লাখ নাগরিক স্বেচ্ছাসেবক শহর ও স্টেডিয়ামের কাছাকাছি তথ্য পরামর্শ, ভাষা অনুবাদ ও জরুরী ত্রাণ ও সাহায্যসহ বিভিন্ন সেবা দেবেন। সকল স্বেচ্ছাসেবক দক্ষ প্রশিক্ষণ নিয়েছেন এবং বাস্তব পরিস্থিতিতে সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন।
খোং চিয়া চিয়া
|