v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-16 18:54:48    
চীনের অলিম্পিক গেমসের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে(ছবি)

cri

    ২০০১ সালের ১৩ জুলাই মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১১২তম পূর্ণাঙ্গ অধিবেশনে পেইচিং ২৯তম অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পায় । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক চেয়ারম্যান সামারানঞ্চ পেইচিংয়ের এ অধিকার পাওয়ার কথা যখন ঘোষণা করেন তখন চীনারা এত আনন্দিত ও উত্তেজিত হয়েছিলেন যে অনেকে কেঁদে ফেলেছিলেন । ১৩০ কোটি চীনার অলিম্পিক গেমসের স্বপ্ন পূরণের সেটি ছিল একটি মাহেন্দ্রক্ষণ ।

    এ বছরের ১৩ জুলাই ২৯তম অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার সাত বছর পূর্ণ হয়েছে । চীনের ক্রীড়া মহলের একজন কর্মকর্তা বলেছিলেন , দর্শকদের জন্য সাত বছর খুব দীর্ঘ সময় , তবে অলিম্পিক গেমস প্রস্তুতির জন্য খুব বেশি নয়।

    গত সাত বছরে চীন অলিম্পিক গেমস প্রস্তুতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে গেছে । ২০০৩ সালের ৩ আগষ্ট পেইচিং অলিম্পিক গেমসের প্রতীক অজস্র ডিজাইনের মধ্য দিয়ে বাছাই করার পর স্থির হয়। ২০০৫ সালের ১১ নভেম্বর পেইচিং অলিম্পিক গেমসের মাসকট –পাঁচটি সুন্দর চীনা পুতুল ' ফু ওয়ার ' নাম নির্ধারণ করা হয় । এ পাঁচটি পুতুলের নাম এক সঙ্গে বললে আন্তরিকতাপূর্ণ একটি বাক্য-- -–পেইচিং আপনাকে স্বাগত জানায়। ২০০৮ সালের ২৫ মার্চ পেইচিং অলিম্পিক গেমসের মশাল গ্রীসের অলিম্পিয়ায় প্রজ্বলিত হয় । ২০০৮ সালের ৮ মে অলিম্পিকের মশাল পৃথিবীর শীর্ষদেশ চুমোলাংমালা শৃঙ্গে আরোহন করে।

    সাত বছরের চেষ্টার পর চীনের অলিম্পিক গেমসের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। বতর্মানে চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। রাজধানী বিমান বন্দরের তিন নম্বর টার্মিনাল ভবন চালু হয়েছে । গেমসের ৩৭টি স্টেডিয়াম নির্মান ও পুনর্নিমানের কাজ শেষ হয়েছে , অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্র ও খেলোয়াড় পল্লী চালু হচ্ছে । এর পাশাপাশি পেইচিংয়ের আবহাওয়ার গুণগত মান দিন দিন উন্নতির দিকে । ২০০১ সালে পেইচিংয়ে মান সম্পন্ন বায়ুর দিন জলবায়ুর দিন ছিল ১৮৫ , ২০০৭ সালে এ সংখ্যা বেড়ে ২৪৬ দিন হয়েছে ।

    চীনের প্রস্তুতির কাজ আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রশংসা পেয়েছে । ৯ জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি বিবৃতিতে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রচেষ্টার উচ্চ মূল্যায়ন করে বলা হয়েছে , পেইচিংয়ের প্রস্তুতি প্রশংসাযোগ্য , স্টেডিয়ামগুলোর নির্মান কাজও সব শেষ হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন স্তরের সরকার চীনে অলিম্পিক গেমস অনুষ্ঠানকে যথেষ্ট গুরুত্ব দেয়। এ বছরের ২৫ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও স্বয়ং যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন । গত বছর অলিম্পিক গেমস হতে যখন এক বছর বাকি , তখন চীনের জাতীয় গণ কংগেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কো বলেন , আমরা বিদেশী খেলোয়াড় ও অতিথিদের উচ্চ মানের সেবা দিতে পারবো । ২০০৮ সালে একটি বৈশিষ্ট্যময় ও উচ্চমানের অলিম্পিক গেমস আয়োজন করতে চীন সরকার ও চীনা জনগণ সংকল্পবদ্ধ।

    অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ চীনের বিভিন্ন মহলের মানুষের সমর্থন পেয়েছে। কয়েক লাখ শ্রমিক ও প্রযুক্তিবিদ স্টেডিয়াম নির্মান ও অবকাঠামো নির্মান কাজে অংশ নিয়েছেন । পরিবেশ রক্ষা ,নিরাপত্তা নিশ্চিত ও গেমসের সময় পরিসেবার কাজে অজস্র কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নিয়েছে এবং নেবেন । সাধারণ অধিবাসীরা ও অলিম্পিক গেমসকে সমর্থন করেন । সবাই অলিম্পিক গেমসের জন্য কিছু করতে চান । পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের মধ্যে বৃদ্ধ ফু ই ছুয়েনের বয়স সবচেয়ে বেশি , এ বছর তার বয়স ১০৩ বছর । নিরাপদ পেইচিং অলিম্পিক গেমসের অনুষ্ঠান তার আন্তরিক আকাংখা । তিনি বলেন , আমার বয়স বেশি , তাই অলিম্পিক গেমসের জন্য বেশি কাজ করার সামর্থ্য আমার নেই । তবে আমি অলিম্পিক গেমসের সময় আবাসিক এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতে পারি, আমি আশা করি ,অলিম্পিক গেমস নিরাপদে অনুষ্ঠিত হবে এবং সাফল্যমন্ডিত হবে ।

 বৃদ্ধ ফু ই ছুয়েন স্বেচ্ছাসেবক হন

   গত সাত বছরে চীন একটি বৈশিষ্ট্যময় ও উচ্চ মানের অলিম্পিক গেমস আয়োজনের জন্য চেষ্টার কোনো ত্রুটি করে নি। প্রস্তুতির সময় চীন পরিবেশ রক্ষা , নতুন প্রযুক্তি কাজে লাগানো ও চীনের সংস্কৃতি প্রচারের ধারণা অনুসারে অলিম্পিক গেমস আয়োজন আবেদনের সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং চীনা জাতির অলিম্পিক গেমসের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছে । এর গোটা প্রক্রিয়ায় প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি চীনে বিরাট পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে । পেইচিং ও অন্যান্য সহযোগী শহর আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে , চীনাদের মন আরো উন্মুক্ত ও সহনশীল হয়েছে । চীনারা বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের অপেক্ষায় রয়েছেন । (ফাং সিউ ছিয়েন)