আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ইনডোর -স্টেডিয়ামগুলো জ্বালানী সম্পদ সাশ্রয়ী হবে ।
জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম- বার্ড নেস্টে পানি সরবরাহের মোট পরিমানের মধ্যে ৭০ শতাংশই পুনঃব্যবহার্য পানি । এর মধ্যে বেশির ভাগ হচ্ছে বৃষ্টিপাত থেকে সংগৃহীত ।
ওয়াটার কিউবে বেশি সরবরাহকৃত পানি ব্যবহৃত হবে না । বর্জ্য পানির নির্গমনও কমে যাবে । পেইচিং শুটিং রেঞ্জে গরমকালে এ সি এবং শীতকালে হিটিং ব্যবস্থা চালু করার জন্য পুরোপুরি সৌর শক্তি কাজে লাগানো হচ্ছে ।
এ ছাড়াও পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামে ব্যাপকভাবে সৌর শক্তি ও ভূগর্ভস্থ তাপ সম্পদও কাজে লাগানো হচ্ছে ।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা বলেন , অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম জ্বালানী সম্পদ সাশ্রয় এবং টেকসই উন্নয়নের প্রতীক ও দৃষ্টান্তে পরিণত হবে । (থান ইয়াও খাং)
|