স্টেডিয়ামে অলিম্পিক প্রতিযোগিতা দেখার সময় ব্যানার, স্লোগান, ছাপা কাগজ বহন নিষিদ্ধ
cri
সিন হুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ১২ জুলাই প্রকাশিত পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় 'অলিম্পিক গেমস স্টেডিয়ামে প্রতিযোগিতা দেখার নিয়মাবলী'তে দর্শকদেরকে কোনো ব্যানার, স্লোগান বা ছাপানো কাগজ বহন না করার জন্য বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা, ধর্ম, রাজনীতি, সামরিক, ভূখন্ড, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ ও প্রাণী সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ের প্রচার ও প্রদর্শন সামগ্রী।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের কর্মকর্তা লি ইয়ং বলেন, এই অনুরোধ অলিম্পিক সনদের সঙ্গে সংগতিপূর্ণ। দর্শকরা 'উদ্দেশ্যপ্রণোদিত' ব্যানার বা স্লোগান নিয়ে প্রতিযোগিতা দেখতে গেলে নিরাপত্তা কর্মকর্তারা প্রতিযোগিতা দেখার নিয়মাবলী অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
খোং চিয়া চিয়া
|
|