১৪ জুলাই পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণের খবরে বলা হয়েছে, সাত বছরব্যাপী বাস্তব ও উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের নানা প্রস্তুতির কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে।
খবরে জানা গেছে, ২০০১ সালে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার পর থেকে পেইচিং পরিবেশ রক্ষার ক্ষেত্রে মোট ১৪০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে। ২০০৭ সালে পেইচিংয়ের শহরাঞ্চলে জলবায়ুর গুণগত মান দ্বিতীয় শ্রেণী বা এর চেয়েও ভালো দিনের সংখ্যা ১৯৯৮ সালের ১০০ দিন থেকে বেড়ে ২৪৬ দিনে দাঁড়িয়েছে। অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করার সময় পেইচিং পরিবেশের সবুজায়ন ও সৌন্দর্যের যে সাতটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেগুলো বাস্তবায়িত হয়েছে।
বার্ড নেস্ট ও ওয়াটার কিউবসহ ১২টি অলিম্পিক স্টেডিয়ামের নতুন নির্মান, ১১টি স্টেডিয়ামের সম্প্রসারণ এবং ৮টি অস্থায়ী স্টেডিয়ামের নির্মান সম্পন্ন হয়েছে। পাতাল রেলসহ গণ পরিবহন ব্যবস্থার নির্মাণকাজেও ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।
পেইচিং ছাড়া, হংকং, ছিংতাও, সাংহাই, শেনইয়াং ও ছিনহুয়াংতাওসহ ছয়টি সহযোগী শহরও পরিকল্পনা অনুযায়ী ভালোভাবে প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে।
এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনে ২০৫টি দেশ ও অঞ্চলের সবগুলো অলিম্পিক কমিটি পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। অর্থাত্ পেইচিং অলিম্পিক গেমস দেশ ও অঞ্চলের সংখ্যার দিক দিয়ে ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণের অলিম্পিক গেমস হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|