পেইচিং অলিম্পিক গেমস প্রচারের জন্য চীনে আসা বিদেশী সংবাদদাতাদের চীনের উন্নতি ও পরিবর্তনের ওপর মনোযোগ দিতে হবে । এ ক্ষেত্রে সত্যনিষ্ঠ ও আন্তরিক নীতি অবলম্বন করতে হবে । ১১ জুলাই রিয়া নভেস্তি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।
প্রতিবেদনে বলা হয় , সংবাদদাতাদের জন্যে চীন এখন অত্যন্ত উন্মুক্ত । চীনের উন্মুক্তকরণ ও সংবাদদাতাদের অবাধ সাংবাদিকতা চীনের সিছুয়ান ভূমিকম্পে খুবই স্পষ্ট । প্রতিবেদনে সংবাদদাতাদেরকে চীনকে সঠিক চোখে দেখা এবং বাস্তব চীনকে প্রচারের আহবান জানানো হয়েছে ।
প্রতিবেদনে বলা হয় , সংবাদদাতাদের পক্ষে অলিম্পিক গেমস এমন একটি সুযোগ , যার মাধ্যমে চীনের ওপর বিভ্রান্তিকর ভুল বোঝাবুঝি নিরসন হবে । (থান ইয়াও খাং)
|