১২ জুলাই পেইচিং পৌর কমিটির সম্পাদক ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বাজারে কৃষি পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দেশের খেলোয়াড় এবং জনসাধারণের জন্য সন্তোষজনক সেবা দেওয়ার জন্য পেইচিং অব্যাহতভাবে বাইরের শহর থেকে পেইচিং-এ আসা কৃষি পণ্য পরিবহন সহজতর করবে।
লিউ ছি বলেন, বাজারে ভালোভাবে অলিম্পিক গেমস আয়োজনের অন্যতম প্রয়োজনীয় শর্ত কৃষি পণ্য সরবরাহ নিশ্চিত করা। স্থানীয় শাকসব্জীর উত্স সমন্বয়ের ভিত্তিতে বাইরের শহরের প্রধান শাকসব্জী উত্পাদন অঞ্চলের সঙ্গে যোগাযোগ জোরদার করতে হবে। পাশাপাশি পেইচিং-এ আসা টাটকা ও জীবিত কৃষি পণ্য পরিবহন যানের জন্য এক্সপ্রেস সড়কপথসহ বিভিন্ন খরচ মকুফ করার পাশাপাশি সংশ্লিষ্ট নীতি সুবিন্যস্ত করে কৃষি পণ্য পরিবহন গাড়িগুলোকে বিশেষ চলাচল সার্টিফিকেট দেওয়া হবে।
খোং চিয়া চিয়া
|