১২ জুলাই সকালে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর মশাল হস্তান্তর চীনের উত্তর-পূর্বাঞ্চলের ডাছিনে শেষ হয়েছে।
সকল ৮টায় মশাল হস্তান্তরের সূচনা অনুষ্ঠান ডাছিন তেল ক্ষেত্রের ইতিহাস প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়। ডাছিন তেল ক্ষেত্রের শ্রমিক হু জি ছাং প্রথম মশালবাহক । এর পর মশাল কয়েকটি আবাসিক এলাকা অতিক্রম করে সকাল ১০টার দিকে টার্মিনাল টাইম স্কোয়ার পৌঁছেছে । মোট ২০৮ জন মশালবাহক এ হস্তান্তরে অংশ নিয়েছেন । শেষ মশালবাহক , ডাছিন শহরের গণ আদালতের উপ মহা পরিচালক গু শুয়াং ইয়েন পবিত্র অগ্নি বেসিনে আগুন প্রজ্বলন করেছেন।
১৩ জুলাই চীনের ছিছিহায় শহরে অলিম্পিক মশাল হস্তান্তর অব্যাহত থাকবে।
|