চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছাং ছুন ১০ জুলাই পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্র, আন্তর্জাতিক বেতার কেন্দ্র ও ২০০৮ পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেন, চীনের সংশ্লিষ্ট আইন-সংবিধান ও আন্তর্জাতিক নীতি অনুযায়ী বিভিন্ন দেশের সাংবাদিককে শ্রেষ্ঠ সেবা যোগানো হবে।
পরিদর্শনের সময় বিদেশী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লি ছাং ছুন বলেন, তিনি আশা করেন, তাঁরা অলিম্পিক গেমসের প্রতিযোগিতার খবর প্রচার করা ছাড়াও, সক্রিয়ভাবে চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রচার করবেন, বিশ্বকে একটি সত্যিকার, বন্ধুত্বপূর্ণ ও উন্নয়নশীল চীনকে তুলে ধরবেন এবং চীন ও বিশ্ব জনগণের মধ্যে একটি মৈত্রীর সেতু নির্মাণ করবেন। (লিলি)
|