v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-11 09:56:34    
পেইচিং অলিম্পিক চলাকালে মাধ্যম সেবা আরো উন্নত হবে

cri

    পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র ২৭ দিন বাকী। ৮ জুলাই পেইচিং অলিম্পিক অলিম্পিক তথ্য সফর দফতর- পেইচিং অলিম্পিক মেইন প্রেস সেন্টার(এমপিসি), ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার(আইবিসি) এবং পেইচিং ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার ২০০৮ (আইএমসি) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ সময় থেকেই এই তিনটি তথ্য কেন্দ্র বিশ্বের ২০ হাজারেরও বেশি সংবাদদাতার জন্য অলিম্পিক তথ্য সেবা দেওয়ার কাজ করবে।

   

আপনারা হয়তো জানেন যে বিশ্বের তথ্য মাধ্যমগুলো পেইচিং অলিম্পিকের ওপরে কতটা গভীর দৃষ্টি রাখছে। পেইচিং অলিম্পিক সম্প্রচার কম্পানি-বিওবি এবারের অলিম্পিকের সব খেলা বা প্রতিযোগিতার অডিও ও ভিডিও সম্প্রচার করবে। বিওবি'র উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তা ইয়ানিস ইক্সারকেস বলেন, তাদের অনুমান অনুযায়ী পৃথিবী'র ৪০০ কোটি দর্শক টেলিভিশনে পেইচিং অলিম্পিক দেখবে।

   

"সহজেই বোঝা যায়, এথেন্স অলিম্পিকের পর গত চার বছরে অলিম্পিক নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আগ্রহ অনেক বেড়েছে। তারা সবাই টেলিভিশনে অলিম্পিক দেখতে চায়। যেমন ভারত এবং চীন। এ জন্য অলিম্পিক নিয়ে সংবাদ মাধ্যমের আগ্রহও বেড়েছে।"

   

জানা গেছে, পেইচিং অলিম্পিক সম্প্রচারের বৃহত্তম স্বত্ত্বাধিকারী কম্পানি যুক্তরাষ্ট্রের এনবিসি অনেক আগে থেকেই অলিম্পিক সম্প্রচারের পরিকল্পনা তৈরী করছে। অলিম্পিক চলাকালে তারা ৩৬'শ ঘন্টা সরাসরি খেলা দেখাবে।  

বিশ্বব্যাপী এই বিশাল চাহিদার মুখোমুখি দাঁড়িয়ে আছে চীনের তিনটি প্রধান তথ্য কেন্দ্র। এমপিসি, আইবিসি এবং ২০০৮ পেইচিং আন্তর্জাতিক তথ্য মাধ্যম কেন্দ্র আইএমসি। এমপিসি এবং আইএমসি'র নির্বাহী বিভাগের পরিচালক শা ওয়ান ছুয়ান বলেন:

    "বিশ্বের মোট ১৪৪টি সংবাদ মাধ্যম এমপিসির ১১০টি অফিস ভাড়া করেছে। এটি হল অলিম্পিক ইতিহাসে একটি রেকর্ড ।"

   

এসব সংবাদ মাধ্যমের নিবন্ধিত সংবাদদাতা ছাড়াও অন্যান্য মোট প্রায় ৫.৬হাজার সংবাদদাতা এমপিসিতে কাজ করবেন। এমপিসির আয়তন ৬০ হাজার বর্গ মিটার, যা ইতিহাসের সবচেয়ে বড় অলিম্পিক তথ্য কেন্দ্র।

    এমপিসি'র তুলনায় আইবিসিতে ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদদাতার সংখ্যা আরো বেশি। আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রের মহাসচিব ইয়াং বিন ইয়ুয়ান জানান:

"অলিম্পিক চলাকালে আইবিসি হবে পৃথিবী'র বৃহত্তম টেলিভিশন কেন্দ্র। তখন বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ১৬ হাজার টেলিভিশন কর্মী ৯০টি স্টুডিওতে পৃথিবী'র দর্শকদের জন্য কাজ করবেন।"

    এসব সংবাদ মাধ্যমের জন্য সুষ্ঠু সেবা যোগানো খুব একটা সহজ কাজ নয়। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির কর্মকর্তাদের অভিন্ন লক্ষ্য হল খুঁটিনাটি কাজগুলোর প্রতি মনোযোগ দেওয়া। তারা সারা বিশ্বের সংবাদদাতাদের সব চাহিদা মেটানোর জন্য চেষ্টা করবে।

   

অলিম্পিক চলাকালে ৪জন অলিম্পিক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদদাতাদের কাছে সবচেয়ে পরিচিত মানুষ হয়ে উঠবেন। এ ৪ জন হলেন পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ওয়াং ওয়েই, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে প্রথম ব্যুরোর প্রধান কুও ওয়েই মিন এবং পেইচিং পৌর সরকারের উপ মহাসচিব লিউ জি ও লি ওয়েই। এই ৪ জন মুখপাত্রের কাজও হবে আলাদা আলাদা। ওয়াং ওয়েই জানান:

    "আমি প্রধানত খেলা, স্টেডিয়াম পরিচালনা এবং সাংস্কৃতিক দায়িত্ব পালন করছি।"

    চীনের রাষ্ট্রীয় পরিষদে অনেক বছর ধরে প্রেস ব্রিফিংয়ের দায়িত্ব পালনের পর কুও ওয়েই মিন এবার প্রধানত চীন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং অলিম্পিক সংক্রান্ত তথ্য জানানোর কাজ করবেন । তিনি বলেন:

    "সংবাদ মাধ্যম যে বিষয়ে বেশি আগ্রহী আমরা সেই বিষয়ের ওপর যত বেশি সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করছি। সময়মতো তাদের চাহিদা অনুযায়ী তথ্য জোগাড় করবো"

    পেইচিং পৌর সরকারের অন্য দুই কর্মকর্তা পেইচিং সংক্রান্ত তথ্য দেবেন।

    তাছাড়া সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক তথ্য চাহিদা মেটানোর জন্য সাংগঠনিক কমিটির কর্মকর্তারা একটি বিশেষ সেবা দেবেন। শা ওয়ান ছুয়ান বলেন:

    "প্রেস ব্রিফিং না থাকলে সংবাদিকদের অনুরোধে মুখপাত্র তাদের সেবায় বিশেষ প্রেস ব্রিফিং আয়োজন করতে পারেন। এমপিসিতে সংবাদিকরা সাক্ষাত্কারের অনুরোধ পত্র পূরণ করে দিলে তাদের চাহিদা অনুযায়ী মুখপাত্র বিশেষভাবে উত্তর দিতে পারেন।"

   

এ থেকে বোঝা যায় অলিম্পিক চলাকালে সংবাদ মাধ্যমগুলো যে কোনো সময় অলিম্পিকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারবে প্রয়োজনীয় তথ্য চাহিদা মেটাতে পারবে।

    সাক্ষাত্কার ছাড়া প্রযুক্তিগত বা প্রয়োজনীয় অন্যান্য সাহায্য দেয়ার ক্ষেত্রেও পেইচিং অলিম্পিকের অনেক বিশেষ ব্যবস্থা আছে। এসব ব্যবস্থা সংবাদিকদের কথা বিবেচনা করে্ই করা হয়েছে। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির তথ্য মাধ্যম পরিচালনা বিভাগের প্রধান সুন ওয়েই চিয়া জানান:

    "অলিম্পিকের সময় সংবাদদাদের বহনকারী গাড়ি সরাসরি একটি "নিষিদ্ধ জায়গা" থেকে আরেকটি "নিষিদ্ধ জায়গায়" পৌঁছবে। এর মানে হচ্ছে নিবন্ধিত সংবাদিকদের গাড়িতে ওঠার আগে শুধু একবার নিরাপত্তা পরীক্ষা করাতে হবে। তারপর ঐ দিনে বিভিন্ন ভেন্যুতে যাওয়ার সময় আর নিরাপত্তা পরীক্ষা করাতে হবে না। এটি সংবাদদাদাতের জন্য সময় সাশ্রয়ী হবে।"

    এই সব সুবিধাজনক সেবা আগের অলিম্পিক গেমসে ছিল না। এতে আরো রয়েছে, নিবন্ধিত সংবাদদাতাদের জন্য ওয়াই-ফাই সেবা যোগানো, ওয়াই-ফাই নেটওয়ার্ক গোটা অলিম্পিক ভেন্যুতে ছড়ানো, ৮টি গুরুত্বপূর্ণ ভেন্যুতে মিক্স-জোনে অডিও ও ভিডিও সেবা যোগানো এবং ফ্রী ইন্টারনেট কেইফেই ইত্যাদি। এসব ব্যবস্থা সংবাদিকদের জন্য অনেক সুবিধাজনক হবে।    

অলিম্পিক সাংগঠনিক কমিটির কর্মসূচী আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'র টেকনিক্যাল ম্যানুয়াল টেকনিকল মেনুয়েল অনুযায়ী করা হয়েছে। কিন্তু চীনাদের সম্মানিত মেহমানের জন্য আরো সুবিধাজনক সেবা দেওয়ার অভ্যাস থাকায় এবারের সংবাদ মাধ্যম সেবা আরো বহু বিষয় যোগ করা হয়েছে।

    ভাষা সেবা অলিম্পিক চলাকালে একটি খুব গুরুত্বপূর্ন বিষয়। ভাষা না বুঝতে পারলে যোগাযোগ প্রায় অসম্ভব। শা ওয়ান ছুয়ান জানান, এমপিসির প্রেস ব্রিফিং হলে ৮টি ভাষায় অনুবাদ সেবা ব্যবস্থা থাকবে। এটিও অলিম্পিক ইতিহাসের রেকর্ড। আইবিসি'র মহাসচিব ইয়াং বিন ইয়ুয়ান জানান, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়ার সময় ভাষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

    "আইবিসিতে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ইংরেজী ভাষা আয়ত্ত করা। প্রশিক্ষণ নেয়ার আগেই তাদের ইংরেজী খুব ভাল ছিল। প্রশিক্ষণ নেয়ার পর আরো ভাল হয়েছে।"

    অলিম্পিকের সময় সংবাদদাতাদের কাজ ও জীবনযাপনের সকল ব্যবস্থা এমপিসি বা আইবিসিতে আছে। তাদের সহজ জীবনযাপনের জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। যেমন এমপিসিতে মাসাজ ও জিমের ব্যবস্থা করা হয়েছে। এ কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা সবাই চীনের ঐতিহ্যিক ওষুধ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় বা চীনের ঐতিহ্যিক গবেষণা একাডেমি'র ছাত্রছাত্রী। প্রতি বার মাসাজের সময় হবে ২০ মিনিট পর্যন্ত।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক সমন্বয় কমিটি'র চেয়ারম্যান হেন ভারব্রুগেন এসব ব্যবস্থার জন্য প্রশংস করেছেন। তিনি বলেন:

    "এমপিসি সংবাদিকদের জন্য শুধু কাজ করার জায়গা নয়, বরং এটি তাদের দ্বিতীয় বাড়ি। প্রতিদিন ২৪ ঘন্টায় তারা এখানে কাজ করতে বিশ্বের মানুষের জন্য অলিম্পিক তথ্য সম্প্রচার করতে পারবে। আমি খুব কৃতজ্ঞ যে সংগঠকজরা তাদের পায় সব দিক বিবেচনা করেছে। অলিম্পিকের সময় এটি বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের জন্য একটি আরামদায়ক বাড়ি হয়ে উঠবে।"(ইয়াং ওয়েই মিং)