৯ জুলাই খুন মিং শহরের স্বাস্থ্য ব্যুরো সূত্রে জানা গেছে, সম্প্রতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে চীন-বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এইডস প্রতিরোধ প্রকল্প ইয়ুন নান প্রদেশের খুন মিংয়ে চালু হয়েছে।
খুন মিং শহরের স্বাস্থ্য ব্যুরোর পরিচালক স্যু ইয়ং কাং বলেন, দু'পক্ষের সহযোগিতার প্রধান লক্ষ্য হলো নতুন উচ্চ ঝুঁকিপূর্ণ এইডস রোগীর সংখ্যা কমানো। যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ এইডস সংক্রমণ প্রতিরোধ করা যায়।
চীনে গেটস ফাউন্ডেশন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, চীন-বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এইডস প্রতিরোধ প্রকল্প খুন মিংসহ ১৪টি নগরে চালু হবে। এ প্রকল্পে পাঁচ কোটি মার্কিন ডলার অর্থ দেয়া হয়েছে।(লিলু)
|