পেইচিং অলিম্পিক গেমসের মশাল ৯ জুলাই বিকালে উত্তর চীনে অন্তমঙ্গোলীয়া স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে হস্তান্তর শুরু হয়েছে।
দুপুর ২টায় চীনের ম্যারাথন চ্যাম্পিয়ান হু কাং প্রথম বাহক হিসেবে পাও তো শহরে মশাল হস্তান্তর শুরু করেন। মশাল যাত্রা প্রথম সংস্কৃতি প্রাসাদ থেকে ইয়িন হো মহাচত্বর, সরকারী পৌর ভবন পার হয়ে অবশেষে আর্ডিং মহাচত্বর পর্যন্ত যাওয়ার কথা। ১৯৬৪ সালে গণ কমিউনের ছাগল রক্ষা করে "তৃণভূমির ধীরাঙ্গনা বোন"এর খ্যাতি পাওয়া লং মেই এবং ইয়ু রং চূড়ান্ত বাহক হিসেবে মশাল হস্তান্তর শেষ করবেন।
৯ জুলাই সকালে পেইচি অলিম্পিক গেমস এ অঞ্চলের আর্দোসে হস্তান্তর হয়েছে।
(ওয়াং তান হোং)
|