চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও গণ নিরাপত্তা মন্ত্রী মেং চিয়ান জু ৮ জুলাই জোর দিয়ে বলেছেন, "নিরাপদ অলিম্পিক গেমস" এর লক্ষ্যকে কেন্দ্র করে পেইচিংয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজনের জন্য একটি নিরাপত্তা ও শৃংখলা পরিস্থিতি সৃষ্টি করার প্রয়োজনে পেইচিংকে ঘিরে " মহানগর খাল" নিরাপদ অলিম্পিক গেমস প্রকল্প নির্মাণ করতে হবে।
হো পেই প্রদেশে পেইচিংকে ঘিরে " মহানগর খাল" নিরাপদ অলিম্পিক গেমস প্রকল্প বাস্তবায়নের অবস্থা পর্যবেক্ষণের সময়ে মেং চিয়ান জু এ কথা বলেছেন।
পেইচিংকে ঘিরে " মহানগর খাল" নিরাপদ অলিম্পিক গেমস প্রকল্প নির্মাণ পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেং চিয়ান জু তল্লাশি চৌকিতে নিরাপত্তা পুলিশের কাজ পর্যবেক্ষণ করেছেন এবং অলিম্পিক গেমসের জন্য স্থানীয় নিরাপত্তা বিভাগের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, বর্তমানে সামাজিক নিরাপত্তার কাজ খুবই জটিল। নিরাপত্তা পুলিশ ও গণ নিরাপত্তা সৈন্য নতুন চ্যালেঞ্জ মুখে পড়ছে। নিরাপত্তা বিভাগ এবং ব্যাপক নিরাপত্তা পুলিশের উচিত নিজের কাজ ভালোভাবে করা, অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম অনুসরণ করা, নিজের নিরাপত্তা সচেতনতা বাড়ানো এবং অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ ও দমনের সামর্থ্য বাড়ানো। (ওয়াং তান হোং)
|