উদ্বোধনের এ দিনে প্রায় ৩০০ চিত্র শিল্পী বিশেষভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রদর্শনী দেখতে আসেন । জাতিসংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোরপ্রতিনিধি সিও বার্দে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন , শিল্পীরা আমাদেরকে জানিয়েছেন , সুন্দরের অর্থ কী এবং কীভাবে সুন্দরকে আয়ত্ত করা যায় ।
এটাই হল , বিভিন্ন দেশের শিল্পীরা কেন এই দ্বিবার্ষিক প্রদর্শনীতে একত্রিত হয়েছেন তার লক্ষ্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । শুধু শিল্পীদের জন্য নয় , বিশ্বশিল্পাঙনের মধ্যে বিনিময়ের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে দেখানো চিত্রগুলোতে শুধু চিত্রকর্ম দেখানো হচ্ছে তা নয় বরং এতে এক মাস পর অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসকে স্বাগত জানানো হয়েছে ।
জানা গেছে , প্রদর্শনীটি আগষ্ট মাসের শেষ দিক পর্যন্ত চলবে । পেইচিংয়ে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ক্রীড়াবিদ , কোচ এবং দর্শকরা চীনের শিল্প গ্যালারিতে এই প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন । চুং শাওলিড
1 2
|