৮ জুলাই চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি হু হে হো থে শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
এবার মশাল যাত্রার মোট দৈর্ঘ্য ছিল ৬.২ কিলোমিটার। এতে মোট ২০৮ জন মশালবাহক অংশ নেন। এদিন অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘরের জাতীয় সংহতি বাও তিং মহাচত্বরে মশাল হস্তান্তর শুরু হয়। এতে প্রথম মশালবাহক ছিলেন চীনের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় বা থের। আন্তর্জাতিক প্রদর্শনী এবং থেং ফেই সড়কসহ স্থানীয় প্রতীক চত্বর হয়ে অবশেষে চূড়ান্ত স্থান-- রু ই মহাচত্বরে গিয়ে মশাল হস্তান্তর শেষ হয়। এতে চূড়ান্ত মশালবাহক ছিলেন চীনের বিখ্যাত অভিনেত্রী সি ছিন কাও ওয়া।
৯ জুলাই চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এর তু সি এবং বাও থৌ শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হবে। --ওয়াং হাইমান
|