৬ জুলাই সকাল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের চিয়া ইয়ু কুয়ানে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
সকাল ৮টায় চিয়া ইয়ু কুয়ানের পূর্ব হ্রদের প্রাকৃতিক পর্যটন এলাকায় এবারের মশাল হস্তান্তর শুরু হয়। এতে প্রথম মশালবাহক ছিলেন চিউ ছুয়ান লৌহ ও ইস্পাত গোষ্ঠীর ডিরেক্টর জেনারেল ইয়ু হাই ইয়ান
এবং চূড়ান্ত মশালবাহক ছিলেন চিয়ান ইয়ু কুয়ান ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক মেং ছিং শুন। এর মোট দৈর্ঘ্য ছিল ১৩.৮ কিলোমিটার।
এতে মোট ২০৮জন মশালবাহক মশাল হস্তান্তরে অংশ নেন। এর মধ্যে রয়েছেন চীনের নারী শর্ট-ট্র্যাক্ স্পিড, স্কেটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন ইয়াং ইয়াং।
চিয়া ইয়ু কুয়ান হচ্ছে চীনের মহা প্রাচীরের পশ্চিম দিকের শুরুর স্থান।
এটি প্রাচীনকালে " রেশম পথে " যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলও বটে। আজকের চিয়া ইয়ু কুয়ান একটি নতুন আধুনিকায়ন শিল্প শহরে পরিণত হয়েছে । --ওয়াং হাইমান
|