অস্ট্রেলিয়ার প্রধান পত্রিকা 'দ্য অস্ট্রেলিয়ান' ৪ জুলাই এক নিবন্ধে বলেছে, চীন সফল অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিরাট প্রচেষ্টা চালাচ্ছে। এটা প্রশংসনীয় ও সুভ কামনা করা উচিত।
'চীন: এটা হচ্ছে পৃথিবী' শিরোনামে নিবন্ধে বলা হয়েছে, পেইচিং অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট নির্মাণকাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। পেইচিংয়ের গণ পরিবহনের সামর্থ্য দ্বিগুণ বেড়েছে, আবাসিক এলাকার চেহারা নতুন করে সাজানো হয়েছে, রুমের ভিতরে ধুমপান এবং ইচ্ছামতো থুথু ফেলাসহ অভদ্র আচরণ নিষেধ করা হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য চীন পেইচিংয়ের নিটকবর্তী কিছু কারখানাকে বন্ধ করেছে। সংশ্লিষ্ট নিয়ম বাস্তবায়নের মাধ্যমে পেইচিংয়ের রাস্তায় এক তৃতীয়াংশ মোটর গাড়ি কমেছে।
নিবন্ধে বলা হয়েছে, এক দেশ অর্থ ও শক্তি প্রয়োগ করে অলিম্পিক গেমস আয়োজন করা মানে বিশ্বের কাছে নিজের বর্তমান অবস্থা, বিশেষ করে উজ্জ্বল দিক প্রদর্শন করা। কিন্তু এটা বহির বিশ্বকে নিজের ইচ্ছা মতো চীনকে সংস্কার করার উত্সাহ দেয় নি। অলিম্পিক গেমস চলাকালে ৩৫ হাজার সংবাদদাতা সার্বক্ষনিক রিপোর্টের মাধ্যমে পাশ্চাত্য দুনিয়ার কাছে সম্পূর্ণ নয়া চীন তুলে ধরবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|