চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা সাধারণ ব্যুরোর মহাপরিচালক চৌ পো হুয়া ৪ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীনের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের উচিত অলিম্পিক সংক্রান্ত খাবারের নিরাপত্তা এবং সুস্থ বাজার পরিবেশ রক্ষার জন্য কাজের মাত্রা জোরদার করা।
সংশ্লিষ্ট এক আলোচনা সভায় চৌ পো হুয়া জোর দিয়ে বলেন, অলিম্পিক গেমসের আয়োজক শহরগুলোর শিল্প ও বাণিজ্য বিভাগকে বিশেষভাবে নিজ নিজ শহরের খাদ্য ব্যবসা প্রধান ও অলিম্পিক খাবার সরবরাহ শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে অলিম্পিক স্টেডিয়ামের আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলের খাদ্য সরবরাহ স্থানগুলোর ওপর তত্ত্বাবধান ও তদারকি কাজ জোরদার করতে হবে। যাতে অলিম্পিক সম্পর্কিত লোকদের খাদ্য নিরাপত্তার কোন গুরুতর ঘটনা বা ভোগ্যপণ্যের অধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে।
তিনি শিল্প ও বাণিজ্য বিভাগগুলোকে অলিম্পিক গেমস সংক্রান্ত মেধাস্বত্ব সংরক্ষণ আইনের নিয়ম অনুসারে অধিকার লঙ্ঘন কার্যকলাপের আঘাত হানার মাত্রা জোরদার করার আদেশ দিয়েছেন। যাতে অলিম্পিক মেধাস্বত্ব ভালোভাবে সংরক্ষন করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|