৪ জুলাই সকাল পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের সানসি প্রদেশের রাজধানী সিআনে সুষ্ঠুভাবে হস্তান্তর হয়েছে।
সকাল ৮টায় অলিম্পিক গেমসের পুরুষ ডাইভিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও চীনের বিখ্যাত্ ক্রীড়াবিদ থিয়ানলিয়াং প্রথম মশাল বাহক হিসেবে সিআন শহরের সিয়াও ইয়ানথা মহা চত্বর থেকে অলিম্পিক মশাল হস্তান্তর শুরু করেন। অলিম্পিক মশাল সিআনের অনেক দর্শনীয় স্থানের মধ্য দিয়ে প্রায় ৯.২ কিলোমিটার পথ পাড়ি দেয়।
1 2 3
|