চীন সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বিদেশী নেতাদের জন্য অলিম্পিক গেমসের প্রাসঙ্গিক তত্পরতায় অংশ গ্রহণের সুযোগসুবিধা দেবে--- লিও জিয়েন চাও
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও ৩ জুলাই পেইচিংয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, স্বাগতিক দেশ হিসেব চীন আগের নিয়ম অনুযায়ী বিদেশী নেতাদের জন্য অলিম্পিক গেমসের প্রাসঙ্গিক তত্পরতায় অংশ গ্রহণের সুযোগসুবিধা দেবে। কাদের আমন্ত্রণে বিদেশী নেতারা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সহ অন্যান্য তত্পরতায় অংশ নেবেন , সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে লিও জিয়েন চাও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশ্লিষ্ট বিধান ও অলিম্পিক গেমসের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি দেশের প্রধান ও সরকারের প্রধানকে নিবন্ধিত মাননীয় অতিথি হিসেবে অলিম্পিক গেমসের প্রাসঙ্গিক তত্পরতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। আমরা বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সিদ্ধান্তকে সম্মান দেই।
|
|