চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়াছাও ৩ জুলাই পেইচিংয়ে বলেন, চীন অলিম্পিক গেমসকে রাজনীতিকারণের তত্পরতা গ্রহণ করবে না। অলিম্পিক গেমসকে রাজনীতির সঙ্গে সংযুক্ত ও চীনের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপমূলক কর্মকান্ডে কোনো ফল আসবে না।
লিউ চিয়াছাও আরো বলেন, অলিম্পিক সংবিধান অনুযায়ী অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করার সুযোগ নেই। অলিম্পিক পরিবারের সকল সদস্যের উচিত অলিম্পিক সংবিধানের চেতনাকে সম্মান করা এবং মেনে চলা। চীন অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ অনুমোদন করবে না।
ছাই ইউয়ে
|