সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, চীনের জাতীয় বিদেশী পরিচালনা ব্যুরো সম্প্রতি ঘোষণা করেছে, পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় বিদেশী অতিথি স্বদেশে ফিরে যাওয়ার সময় মোট ৫০হাজার মার্কিন ডলারের বিদেশী মুদ্রা কিনতে পারবেন।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের সময় বিদেশী অতিথিদেরকে বিদেশী মুদ্রা কেনার সুবিধা দেয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বিদেশী অতিথিরা বিদেশী মুদ্রা কেনার হিসাব, পর্যবেক্ষণ ও পরিচালনা জোরদার করা হবে।
ছাই ইউয়ে
|