পেইচিং অলিম্পিক গেমস, প্রতিবন্ধীদের অলিম্পিক গেমসের জন্য পেইচিং ও চীনের মূলভূভাগের বাইরের সেচ্ছাসেবকদের নামের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। বিজ্ঞাপ্ত পত্র যথাক্রমে সেচ্ছাসেবকদেরকে দেওয়া হচ্ছে। সেচ্ছাসেবকরা যার যার স্টেডিয়ামে নির্ধারিত প্রতিযোগিতার ৭ দিন আগে সেবা কাজ শুরু করবেন।
২ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত অলিম্পিক গেমস, প্রতিবন্ধীদের অলিম্পিক গেমস স্টেডিয়ামে যাওয়ার অনুমতিপ্রাপ্ত পেইচিং এবং চীনের মূলভূভাগের বাইরের সেচ্ছাসেবকদের কর্ম সম্মেলন সূত্রে জানা গেছে, উল্লেখিত সেচ্ছাসেবকরা ৩১টি প্রতিযোগিতা ভেন্যু এবং অপ্রতিযোগিতা ভেন্যুর পরিবহন, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা করবেন। একই সঙ্গে ভাষা সুবিধার জন্য হংকং, ম্যাকাও, তাইওয়ান এবং বিদেশী সেচ্ছাসেবকদের মধ্যে কেউ কেউ ভাষা সেবার দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামে অনুমতিপ্রাপ্ত সেচ্ছাসেবকদের নাম তালিকাভূক্তির কাজ ২০০৮ সালের মার্চ মাসে শেষ হয়েছে। মোট ১১ লাখ ২০ হাজার মানুষ অলিম্পিক গেমসের সেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করেন। এই সংখ্যা অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি। (লিলি)
|