চীনের জাতীয় আবহাওয়া ব্যুরোর একজন কর্মকর্তা ২ জুলাই পেইচিংয়ে জানিয়েছেন, এ বছরে পেইচিংয়ে বৃষ্টি পাত বেশি হলেও পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঝড় হওয়ার সম্ভাবনা কম।
চীনের জাতীয় আবহাওয়া ব্যুরোর পূর্বাভাস ও দুর্যোগ নিয়ন্নণ বিভাগের উপ পরিচালক চাই ফান মাও বলেন, গত জুন মাসে সারা চীনে বৃষ্টি পাত ছিল ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। দক্ষিণাঞ্চলের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি পাত ছিল ১৯৫১ সাল সবচেয়ে বেশি। সাম্প্রতি কিছু দিন ধরে পেইচিংয়ে বেশি বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টির কারণ হল বর্তমানে উত্তরাঞ্চলে শীত ও গরম বায়ু মিলিত হচ্ছে। কিন্তু এটি পেইচিং অলিম্পিক গেমসের সময় হবে না।
চাই ফান মাও বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঝড় হওয়ার সম্ভাবনা কম। চীনের জাতীয় আবহাওয়া ব্যুরো ঘনিষ্ঠভাবে আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করবে।
ছাই ইউয়ে
|