সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ১ জুলাই থেকে পেইচিং অলিম্পিক গেমসের ৪ লাখ নগর স্বেচ্ছাসেবক ধারাবাহিকভাবে পেইচিংয়ের ৫শ' জায়গায় তাদের কাজ শুরু করবে। তাদের অন্যতম কাজ হচ্ছে অলিম্পিক পরিবারের সদস্য, দেশী-বিদেশী সংবাদদাতা, দর্শক, পর্যটক এবং রাজধানীবাসীদের জন্য তথ্য পরামর্শ, জরুরী সেবা ও ভাষা অনুবাদসহ বিভিন্ন সেচ্ছাসেবা সরবরাহ করা।
অলিম্পিক গেমসের নগর সেচ্ছাসেবকদের সেবা দেওয়ার মেয়াদ হবে ১ জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ১শ' দিন। প্রতি দিন তারা ৮ ঘন্টা সেবা দেবে এবং বিশেষ অবস্থায় ২৪ঘন্টা কাজ করবে।–খোং চিয়া চিয়া
|