১ জুলাই পেইচিং অলিম্পিক গেমস ২০০৮এর মশাল চীনের নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনছুয়ান শহরে হস্তান্তর হয়েছে।
ইনছুয়ান হচ্ছে নিং সিয়ায় পেইচিং অলিম্পিক গেমস হস্তান্তরের চূড়ান্ত শহর। সকাল আটটায় ইনছুয়ান সিন মশাল হস্তান্তর ইউয়ে মহাচত্বরে শুরু হয়। ইনছুয়ানে পেইচিং অলিম্পিক গেমসের মশাল প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে মোট ২২৬জন মশাল বাহক অংশ নেন।
সকাল ১১টায় সর্বশেষ মশাল বাহক ও নিংসিয়া প্রদেশের লিংউ শহরের বাইচিথান জাতীয় প্রাকৃতিক সুরক্ষা পরিচালনা ব্যুরোর কর্মচারী ওয়াং ইয়ৌ দে আধারে আগুন জ্বলিয়ে দেন।
২ জুলাই সানসি প্রদেশের ইয়ানআন, ইয়াংলিন, সিয়ানইয়াং ও সিআন চার শহরে তিন দিন ধরে অলিম্পিক মশাল হস্তান্তর হবে।
ছাই ইউয়ে
|