১ জুলাই পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি ইয়িন ছুয়ান শহরে হস্তান্তর হয়েছে।
ইয়িন ছুয়ান হচ্ছে নিং সিয়ায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের শেষ শহর। সকাল ৮টায় ইয়িন ছুয়ান সিন ইউয়ে মহাচত্বরে মশার হস্তান্তর শুরু হয়।
এতে প্রথম মশালবাহক ছিলেন চীনের জাতীয় শ্যুটিং দলের সদস্য ছি ছুয়ান সিয়া।
২২৬জন মশালবাহকের হাতঘুরে এদিন সকালে চূড়ান্ত স্থান-- ইয়িন ছুয়ান গণ মহাচত্বরে গিয়ে মশাল হস্তান্তর শেষ হয়। এর মোট দৈর্ঘ্য ছিল ১৮ কিলোমিটার।--ওয়াং হাইমান
|