৩০ জুন সকালে চীনের নিং সিয়া হু জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের উ চোং শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়েছে।
সকালের ৯টায় প্রথম মশাল বাহক অন্তর্মঙ্গোলিয়ার শ্রেষ্ঠ শিল্পপতি হুও ছিং হুয়াং উ চোং মাধ্যমিক স্কুল থেকে মশাল হাতে দৌঁড় শুরু করেন। এরপর মশাল মিংচু পূর্ব রোড, খাই ইউয়ান সড়ক এবং শেং ইউয়ান পশ্চিম সড়কসহ স্থানীয় বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্য দিয়ে সকাল ১০ টা ৫০ সেকেন্ডে গন্তব্যস্থান শেং ইউয়ান মহাচত্বরে পৌঁছে। হস্তান্তরের মোট দৈর্ঘ্য ছিলো ৫.৬ কিলোমিটার। ১৯৩ জন মশাল বাহক এতে অংশ নিয়েছেন।
১ জুলাই মশাল নিং সিয়াং হু জাতি স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী ইন ছুয়ান শহরে হস্তান্তর হওয়ার কথা। (লিলি)
|