সারা বিশ্বের ২১হাজারেরও বেশি নিবন্ধিত সাংবাদিক পেইচিং অলিম্পিক গেমসের খবর সংগ্রহে অংশ নেবেন।
৩০ জুন চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসির সদস্য ও পেইচিং অলিম্পিক গেমসের অলিম্পিক গ্রাম বিভাগের উপ পরিচালক মাদাম তেং ইয়া ফিং পেইচিংয়ে সিপিপিসিসির পেইচিং অলিম্পিক গেমস ২০০৮কে বরণ সংক্রান্ত এক আলোচনা সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, এখনো নিবন্ধন না করা কোনো কোনো সাংবাদিকের চীনে এসে অলিম্পিক গেমসের খবর সংগ্রহ সম্ভাবনা আছে।
তেং ইয়া ফিং বলেন, এপর্যন্ত অলিম্পিক গ্রামের বিভিন্ন স্থাপনা নির্মাণ ইতেমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩ জুন সবগুলো স্থাপনা পরীক্ষা করে দেখা হবে। অলিম্পিক গ্রামে খৃষ্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু ও ইহুদী ধর্মের খেলোয়াড়দেরকে বিশেষ সেবা সরবরাহ করা হবে।
ছাই ইউয়ে
|