চার বছরেরও বেশী সময়ের নির্মানের পর ২৮ জুন চীনের জাতীয় স্টেডিয়াম " বার্ড নেস্টের" নির্মান কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এ থেকে বোঝা যায় যে, বিশ্বের বৃহত্তম ইস্পাত দিয়ে তৈরি এই স্থাপত্য চীনা মানুষের হাতে তৈরী হয়েছে।
চীনের রাষ্ট্রীয় স্টেডিয়াম " বার্ড নেষ্ট" হচ্ছে ২৯তম অলিম্পিক গেমসের প্রধান ভ্যেনু। এ স্টেডিয়ামে এক লাখ মানুষ রাখা যায়। গোটা স্থাপত্য গোলাকার। স্টেডিয়ামের পাশের দিক থেকে দেখলে জিনের মতো । স্টেডিয়ামের দশর্ক গ্যালারী তিন স্তরে ভাগ করা হয়। দর্শক গ্যালারীতে কোন স্তম্ভ না থাকা বলে দর্শকদের দৃষ্টিতে কোনো বাধা নেই । এ স্টেডিয়াম নির্মানে চীনের তৈরী ১ লাখ ১০ হাজার টন বিশেষ ইস্পাত ব্যবহার করা হয়েছে।।
জানা গেছে, পেইচিং অলিম্পিক ও প্রতিবন্ধি অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান " বার্ড নেষ্টে" অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমস চলাকালে এই স্টেডিয়ামেই সবচেয়ে বেশী স্বর্ণ পদকের জন্ম হবে।
|