২৪ জুন আলবেনিয়ায় চীনা দূতাবাস ও আলবেনিয়ার অলিম্পিক কমিটির যৌথ উদ্যোগে সেদেশের রাজধানী তিরানার জাতীয় ইতিহাস যাদুঘরে পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠান করে। এতে আলবেনিয়ার নাগরিকদের জন্য পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের ওপর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
আলবেনিয়ার অলিম্পিক কমিটির চেয়ারম্যান হাইসেন দোমি এবং সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী ইলি পাঙ্গ আলোক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। তাঁরা বলেন, এই চিত্রপ্রদর্শনীর মাধ্যমে আলবেনিয়ার জনগণ চীনকে বেশি করে জানতে পারবে।
এবারের 'এক বিশ্ব, এক স্বপ্ন' শ্লোগানে তিন দিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনীতে ৭০টিরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে এই প্রদর্শনী আলবেনিয়ার অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে।
|