২৬ জুন সকালে চীনের শানশি প্রদেশের তাই ইউয়ান শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
সকাল ৮টা থাই ইউয়ান শহরের চিন ছি পার্ক মহাচত্বর থেকে মশাল হস্তান্তর অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রথম মশালবাহক ছিলেন চীনের বিখ্যাত গায়িকা থান চিন । মোট ২০৮জন মশাল বাহক কু থাং সড়ক, নতুন চিন ছি সড়ক ও পূর্ব বিং হো সড়কসহ বিভিন্ন বিখ্যাত স্থানে মশাল হস্তান্তর করেন। দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে অলিম্পিক গেমসের মশাল থাই ইউয়ানের থাই ইউয়ান ইস্পাত ফ্যাক্টরির মহাচত্বরে হস্তান্তর শেষ হয়। এতে সর্বশেষ মশালবাহক ছিলেন আদর্শ জাতীয় শ্রমিক কুও ফেং লিয়াং।(লিলু)
|