২৫ জুন মধ্য চীনের শানশি প্রদেশে প্রথম দিনের পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
শানশি প্রদেশের প্রথম দিনের হস্তান্তর ইয়ুন চেন শহর ও পিংইয়াও জেলায় অনুষ্ঠিত হয়েছে। ইয়ুন চেন শহরে প্রথম মশাল বাহক ছিলেন চীনের বিখ্যাত হ্যান্ড-বল খেলোয়াড় চাং ওয়েই হোং।
সকাল আটটায় অলিম্পিক মশাল হস্তান্তর ইয়ুন চেন শহরের নান ফাং মহাচত্বর থেকে শুরু হয়ে মোটর গাড়ি পরীক্ষা কেন্দ্রে শেষ হয়।মশাল যাত্রার মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৯.৮ কিলোমিটার। ১০৪ জন মশাল বাহক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।
একই দিন বিকাল তিনটা ১০ মিনিটে মশাল হস্তান্তর প্রাচীন নগর পিংইয়াওয়ে শুরু হয়। এখানে মশাল যাত্রার মোট দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। ১০৪ জন মশাল বাহক মশাল এতে অংশ নেন।
২৬ ও ২৭ জুন পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর থাই ইউয়ান ও দা থোং এই দুই শহরে অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|