২৫ জুন সকালে পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের শানসি প্রদেশে হস্তান্তর শুরু হয়েছে।
প্রথম দিনে শানসি প্রদেশের ইউনছেং ও ফিংইয়াও জেলায় অলিম্পিক মশাল হস্তান্তর হচ্ছে। সকাল ৮টায় অলিম্পিক মশাল ইউনছেংয়ের নানফেং মহাচত্বর থেকে প্রায় ৯.৮ কিলোমিটার পথ পাড়ি দেয়। প্রথম মশাল বাহক
ছিলেন চীনের বিখ্যাত্ ক্রীড়াবিদ চাং ওয়েহং। এতে মোট ১০৪জন মশাল বাহক অংশ নেন।
আজ বিকালে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর ফিংইয়াওতে অনুষ্ঠিত হবে।
ছাই ইউয়ে
|