চীনের বৌদ্ধ ধর্ম সমিতির তিব্বতী শাখা সমিতির উপ-পরিচালক জীবিত বুদ্ধ দাদরাক টানজিন গেলেগ ২১ জুন রাতে লাসায় দেশি-বিদেশি সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, এখন তিব্বতের নানা মন্দিরের স্বাভাবিক ধর্মীয় কর্মসূচী স্বাভাবিক হয়েছে।
জীবিত বুদ্ধ দাদরাক টানজিন গেলেগ বলেন, ১৪ মার্চ ঘটনার পর প্রথম দিকে মন্দিরের স্বাভাবিক ধর্মীয় কর্মসূচী স্বাভাবিকভাবে হতো না। এখন তিব্বতের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মন্দিরগুলোর স্বাভাবিক ধর্মীয় কর্মসূচীও পুনরুদ্ধার হয়েছে।
তিনি বলেন, দৈনদিন ধর্মীয় কর্মসূচী ছাড়া কিছু দিন আগে তিব্বতের বিভিন্ন বড় মন্দির পৃথক পৃথকভাবে প্রার্থনা সম্মেলন আয়োজন করে বিশ্বের শান্তি ও পেইচিং অলিম্পিক গেমসের সফলতা কামনা করেছে। সিছুয়ানের ওয়েনছুয়ান ভুমিকম্পের পর তিব্বতের বিভিন্ন মন্দির ও ধর্মীয় মহলের ব্যক্তিরা সর্বদাই দুর্গত অঞ্চলের জন্য প্রার্থনা করেন। জুন মাসের প্রথম দিক পর্যন্ত তিব্বতের ধর্মীয় মহল সিছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলকে ১১ লাখ ৭০ হাজারেরও বেশি ইউয়ান সাহায্য করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|