মূলভূভাগ এবং মূলভূভাগের বাইরের প্রায় ৫০ জনের গঠিত একটি সাংবাদিক দল ২০ জুন সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় রওয়ানা হয়েছেন। তাঁরা ২১ জুন সেখানে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানের সংবাদ পরিবেশন করবেন।
রাষ্ট্রীয় পরিষদের সংবাদ অফিসের একজন কর্মকর্তা বলেন, এই দলটি বিবিসি, রয়টার্স, এ.পি, জাপানের কিয়োডো নিউজ, হংকং ক্যাবল টিভি এবং ম্যাকাও ডেইলি নিউজসহ মূলভূভাগের বাইরের ২৯টি তথ্য-মাধ্যম এবং সিনহুয়া বার্তাসংস্থা, সিসিটিভি এবং চায়না ডেইলিসহ মূলভূভাগের গণ-মাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত।
জানা গেছে, এবারের লাসা ভ্রমণের মাধ্যমে তাঁরা অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের খবর পরিবেশন করবেন। তাছাড়া, তাঁরা তিব্বতের সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক খবর সংগ্রহ ও সাক্ষাত্কার নেবেন। তাঁরা ২২ জুন লাসা ত্যাগ করবেন। (লিলি)
|