v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-20 17:17:10    
ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধের নিখুঁত নমুনা-রোম অলিম্পিক গেমস

cri
   

     ২ হাজার বছর আগে রোম সাম্রাজ্য জোর করে ১৭৫তম পুরোন অলিম্পিক গ্রীসের অলিম্পিয়া থেকে রোমে স্থানান্তরিত করেছিল। ২ হাজার বছর পর ১৯৬০ সালে অলিম্পিকের পবিত্র অগ্নি আবার রোমে প্রজ্বলিত হয়। রোম সাফল্যের সঙ্গে ১৭তম আধুনিক অলিম্পিক গেমস আয়োজন করে এবং রোমের পুরোন পর্যটনস্থানগুলোকে স্টেডিয়াম হিসেবে ব্যবহার করে সুফল পেয়েছিল। 

    "রোম অলিম্পিক গেমসে কুস্তি ইভেন্টটি পালাটিনো পাহাড়ের ঐতিহ্যিক অবশেষে আয়োজন করা হয়। ঐতিহ্যিক এই স্থানে কুস্তিগিররা গ্রীকো-রোমান কুস্তি এবং ফ্রিস্টাইল কুস্তি প্রতিযোগিতা করেন।"

    আপনি যে রেকর্ডিংটি শুনছেন তা হল ১৯৬০ সালে রোম অলিম্পিক কুস্তি ইভেন্টের ভিডিওতে ধারাভাষ্যকারের কথা। তখনকার কুস্তি খেলা আধুনিক স্টেডিয়ামের পরিবর্তে ২ হাজার বছর আগেকার কুস্তি'র স্থান পালাটিনো পাহাড়ের মাসেনজিও হলে আয়োজিত হয়।

    মাসেনজিও হল ৩০৬ সালে নির্মিত । তখনকার সম্রাট ছিলেন কোস্টানটিনো। এই প্রকান্ড হলটি একটি প্ল্যাটফর্মের প্লেটফোর্মের ওপরে নির্মিত হয়েছিল। এর দৈর্ঘ্য ১০০ মিটার এবং প্রস্থ ৬৫ মিটার। রেনেসাঁর যুগে এটি ছিল অনেক ভবন নির্মানের আদর্শ। বিভিন্ন রোম ভবনের মধ্যে মাসেনজিও হলে মাঝে মাঝে ক্রীতদাসদের প্রতিযোগিতা হতো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খৃষ্টপূর্ব ৬৫ সালে অনুষ্ঠিত ক্রীতদাসদের খেলা। ৬৪০জন ক্রীতদাস এতে অংশ নিয়েছিলেন।

    ঐতিহ্যিক স্থানগুলোকে আধুনিক অলিম্পিক খেলার স্টেডিয়াম হিসেবে ব্যবহার করার অণুপ্রেরণা প্রসঙ্গে তখনকার রোম অলিম্পিক সাংগঠনিক কমিটি'র চেয়ারম্যান ৯০ বছর বয়স্ক গিউলিও আদ্রেওত্তি বলেন:

    "তখন টেলিভিশন ব্যাপকতা লাভ না করায় খেলার মাধ্যমে আমরা কিভাবে রোমকে আরো বেশি মানুষের সামনে তুলে ধরতে পারি আমাদের সামনে তা একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা চিন্তা করতে শুরু করি যে ঐতিহ্যিক স্থানগুলোকে অলিম্পিক গেমসে আবার ব্যবহার করা যায় কিনা? তখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও আমাদের এই ধারণায় সম্মতি দিয়েছিল। অবশেষে এর সাফল্য প্রমাণিত হয়েছে।"

    কুস্তি ছাড়া রোম অলিম্পিকে জিমন্যাস্টিক্স প্রতিযোগিতাও রোমের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক স্থান লে তারমে দি কারাকাল্লা অবশেষে অনুষ্ঠিত হয়। লে তারমে দি কারাকাল্লার নির্মাণ কাজ ২০৬ সালে শুরু হয়। ২১৭ সালে তখনকার সম্রাট কারাকাল্লা এই স্নানাগারের উদ্বোধনী অনুষ্ঠান করেছিলেন। এটি ছিল তখন বিশ্বের বৃহত্তম স্নানাগার। ১৫০০ মানুষ একসাথে এখানে গোসল করতে পারতেন। একে স্নানাগার বলা হলেও ভেতরে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন জগিং রুম, খেলার রুম, চার্চ এবং লাইব্রেরি।

    আজকেও রোমের অনেক ছেলে মেয়ে এবং ট্র্যাক এনং ফিল্ডে আগ্রহীরা লা তারমে দি কারাকাল্লা স্নানাগারের কাছে অণুশীলন করতে যান। ইতালি অলিম্পিক কমিটি'র ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি তালে মাসিমিলিয়ানো জানান, রোমের একটি বৈশিষ্ট হল এ শহরের যে কোনো জায়গায় ইতিহাস ও চারুকলার ছড়াছড়ি দেখা যায়। কারাকাল্লার মতো সুন্দর জায়গায় ক্রীড়া প্রতিযোগিতা খুব উপভোগ্য বিষয়। মাসিমিলিয়ানো বলেন:

    "কারণ এই কেন্দ্রের সঙ্গে রোমের ইতিহাস, সংস্কৃতি ও উচ্চ মানের ক্রীড়া অবকাঠামো সংযুক্ত রয়েছে। ক্রীড়ার জন্য যা একটি সাস্কৃতিক পরিবেশ সৃষ্টি করেছে।"

    ঐতিহ্যিক অবশেষের রোমের রোমের আরেকটি নাম হলো চিরকালীন শহর। এর সঙ্গে সঙ্গে রোমও একটি বিখ্যাত ক্রীড়া শহর। বিশ্বের ৮টি আশ্চর্য স্থানের মধ্যে রোমের কোলোসেও একটি। এটি রোমের কেন্দ্র স্থলে অবস্থিত। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ম্যারাথনের শেষ প্রান্ত কোলোসেও প্রায় এক'শ মিটার দূরের আরকো দি কোস্তেনতিনো'র সামনে। রোম অলিম্পিকের ম্যারাথন চ্যাম্পিয়ন ইথিওপিয়ার ক্রীড়াবিদ আবেবে বিকিলার সেই দিন রাতের মশালের আলোয় রাস্তা আলোকিত হয়ে গিয়েছিল। মাসিমিলিয়ানো মনে করেন দেশের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরার জন্য ভবিষ্যতে যদি কোনো বড় ক্রীড়া ইভেন্ট হয় তাহলে তাও ঐতিহ্যিক স্থানগুলোতে আয়োজন করা হবে।

    "আমাদের ঐতিহ্যিক স্থানে ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা আছে। এবং এর জন্য আমরা সংশ্লিষ্ট ব্যবস্থা নেবো।"(ইয়াং ওয়েই মিং)