১৬ জুন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ছুংছিংয়ে সুষ্ঠুভাবে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়েছে।
মশাল হস্তান্তর অনুষ্ঠান ছংছিং চিনশান মহা চন্তরে শুরু হওয়ার আগে ভূমিকম্পে নিহতদের শোক সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
ছুংছিং পেইচিং অলিম্পিক গেমসের মশাল প্রায় ৫৭ কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে ও মোট ২০৮জন মশাল বাহক অংশ নেন।
সকাল ১০টা ৪০মিনিটে সর্বশেষ মশাল বাহক ও জাতীয় মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন লি বিন আধারে আগুন জ্বলিয়ে দেন।
১৭ থেকে ১৯ জুন পেইচিং অলিম্পিক গমেসের মশাল চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে হস্তান্তর করা হবে।
ছাই ইউয়ে
|