১৬ জুন সকাল ৮টায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান চীনের ছুং ছিং শহরে শুরু হয়েছে।
ছুং ছিংয়ের চিন শান মহাচত্বর থেকে মশাল হস্তান্তর অনুষ্ঠানটি শুরু হয়। মশাল হস্তান্তরের আগে অংশগ্রহণকারীরা চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের নিহতদের শোকে এক মিনিট নীরবতা পালন করেন।
এই হস্তান্তরের প্রথম মশালবাহক ছিলেন চীনের ওয়েই ছি দাবার বিখ্যাত খেলোয়াড় এবং বিশ্ব চ্যাম্পিয়ন কু লি। মশাল হস্তান্তরের মোট দৈর্ঘ্য ছিল ১৭ কিলোমিটার এবং ২০৮জন মশাল বাহক এতে অংশ নিচ্ছেন। --ওয়াং হাইমান
|