৫ জুন বিকাল পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির টেলিভিশন সম্মেলন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যবস্থার মধ্য দিয়ে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এখেন্সে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটির কাছে পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতিমূলক কাজের প্রক্রিয়া জানিয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউছি বলেন, এখন পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ মোটামুটি শেষ হয়েছে। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলকে চাঁদা প্রদান করা ও সমর্থন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সম্পর্কিত রিপোর্ট শুনেছেন ও নতুন নির্দেশ দেন। ভাইস প্রেসিডেন্ট সি চিনফিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলো পরিদর্শনের পর ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ এবং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ ভালভাবে করার নির্দেশ দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকেস রগ বলেন, তিনি চীনা জনগণ ভূমিকম্পের পর প্রকাশিত ঐক্যবদ্ধ ও সাহসীর জন্য শ্রদ্ধা জানান। তিনি আরো বলেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ উত্কৃষ্ট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেইচিং অলিম্পিক গেমস সফল আয়োজনের ওপর আস্থাশীল।
গত সপ্তাহে পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের হুনান প্রদেশ ও কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে হস্তান্তর ছিল। সিছুয়ান ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ হল মশাল হস্তান্তর অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। অলিম্পিক মশাল হস্তান্তরের পাশাপাশি চীনা নাগরিকরা শোক প্রকাশ ও চাঁদা দেয়ার পদ্ধতিতে ওয়েনছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলের ওপর মোনযোগ দেন ও দুর্গত অঞ্চলের জনগণকে বাড়িস্থান পুনর্গঠনের উত্হাস দেন। কুয়াংসিতে মশাল হস্তান্তরে অংশগ্রহণকারী মশাল বাহক সিয়াও চিয়ানকাং ছিলেন আটলেন্টা অলিম্পিক গেমস ১৯৯৬'এর ওয়েট লিফ্টিংয়ের ব্রোজ-আপ। তিনি বলেন,
(রে ১)
'আমি দুর্গত অঞ্চলের জনগণকে জানতে চাই, অলিম্পিক গেমসের ধারণা দিয়ে বাড়িস্থান পুনর্গঠন করবেন। আমরা স্বার্ণপদক লাভ করার চেষ্টা করার মোনোভাব দিয়ে নিজের জন্মস্থান নির্মাণ করা উচিত।'
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৫ জুন ঘোষণা করে, যে ক্রীড়াবিদ পেইচিং অলিম্পিক গেমসে উত্তেজক নিষিদ্ধ ওষুধ সেবন করে এবং ৬ মাস ও বেশি সময় প্রতিযোগিতায় অংশ নেয়ার নিষিদ্ধ পায়, তাকে লন্ডন অলিম্পিক গেসস ২০১২তে অংশ নেয়ার নিষিদ্ধ দেয়া হবে। ৫ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটি ঘোষণা করে, এ নিয়ম আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি উত্তেজ নিষিদ্ধ ওষুধ সেবন করার তত্পরতা দমনের সংকল্পবদ্ধ দেয়া যায়। এছাড়া, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেইচিং অলিম্পিক গেমসের সময় বেট্টিং (betting) তত্পরতা পর্যবেক্ষণ করার জন্য পেইচিংয়ে একটি বিশেষ কাজকর্ম দল প্রতিষ্ঠা করবে। রগ বলেন, নির্বাহী কমিটির এ ধরণের তত্পরতার প্রতি শাস্তি দেয়ার অধিকার রয়েছে।
অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সরকারী চীনা ভাষা পত্রপত্রিকা পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সরকারী চীনা ভাষা পত্রপত্রিকা ৩ জুন থেকে চীনে অডার শুরু হয়। এতে পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সরকারী লিবন্ধ করা হয়। এটি অলিম্পিক গেমসের ইতিহাসের সাংস্কৃতিক উত্তরাধিকারে পরিনত হয়। ২৫ জুলাই থেকে এ পত্রপত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। ২৯তম অলিম্পিক গেমসের সরকারী চীনা ভাষা পত্রপত্রিকা বিদেশে প্রকাশিত হবে।
যদিও চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্প ঘটেছে, তবুও আন্তর্জাতিক সম্প্রদায় পেইচিং অলিম্পিক গেমস সফল আয়োজনের ওপর আস্থাশীল। পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা লাভকারী ব্রাজিল পুরুষ ভলিবল দলের ক্যাপটেইন জিবা সম্প্রতি বলেন, তিনি বিশ্বাস করেন পেইচিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে। তিনি বলেন,
(রে ২)
'অদুর আগে চীনে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে। এটি হল গুরুতর দুর্যোগ। কিন্তু চীন একটি মহা দেশ। আমি বিশ্বাস করি, চীন এবারের কঠিন মোকাবেলা করতে পারবে। চীন বিশ্বের কাছে একবার চমত্কার অলিম্পিক গেমস আয়োজন করবে।'
ব্রাজিল পুরুষ ভলিবল দল ১৯৯২ ও ২০০৪ সালে অলিম্পিক গেমসের চ্যাম্পিয়নশীপ অর্জন করে। ব্রাজিল পেইচিং অলিম্পিক গেমসের পুরুষ ভলিবলে স্বর্ণপদক অর্জন করার সম্ভাবনা বেশি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটি ৪ জুন এথন্সে ঘোষণা করে, মার্কিন চিকাগো, জাপানের টোকিও, ব্রাজিলের রিও দে জানেইরো ও স্পেনের মাদ্রিদ ৩১তম অলিম্পিক গেমস ২০১৬ আয়োজনের প্রার্থী শহরে পরিনত হয়। এসব শহর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে সংশ্লিষ্ট সামগ্রী দেবে ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০৯ সালের অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহাগেনে অলিম্পিক গেমস ২০১৬ আয়োজনের শহর নির্বাচিত হবে। (ছাই ইউয়ে)
|