v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-11 21:55:04    
বাংলাদেশের সেন্টার ফর এশিয়ান থিয়েটারের প্রতিনিধি দলের চীন সফর

cri

  

    এখন আপনারা শুনছেন গত ২০ মে চীনের কেন্দ্রীয় অপেরা একাডেমির থিয়েটারে বাংলাদেশের সেন্টার ফর এশিয়ান থিয়েটারের শিল্পীদের অভিনীত পালা গান 'ভেলুয়া সুন্দরী'-এর অংশ বিশেষ।

    আগের অনুষ্ঠানে 'ভেলুয়া সুন্দরী' এর প্রধান অভিনেতা মোঃ শাহাদাত হোসাইনের দেয়া সাক্ষাত্কারটি শুনলেন। শাহাদাতের কথা থেকে আপনারা এ পালা গান সম্পর্কে নিশ্চয়ই কিছু ধারণা পেয়েছেন। আজ আমি বাংলাদেশের সেন্টার ফর এশিয়ান থিয়েটারের প্রতিনিধি দলের চীন সফর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাবো।

    এর আগে আমি মঞ্চে কখনো বাংলাদেশের কোন রকমের নাটক দেখি নি। পেইচিং থেকে এমন সুযোগ পাওয়ায় সত্যিই ভালো লেগেছে। বাংলাদেশের শিল্পীরা চমত্কার নৈপন্য দেখিয়েছেন। ভাষা বুঝতে না পারলেও তা চীনা দর্শকদের মুগ্ধ করেছে।

    নাটক দেখার পর আমি বাংলাদেশের সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সভাপতি আব্দুর মান্নানের সাক্ষাত্কার নিই। এ সংস্থা সম্পর্কে তিনি আমাদেরকে বললেন, ......

 'ভেলুয়া সুন্দরী' হচ্ছে এ সংস্থার পাঁচটি শ্রেষ্ঠ নাটকের অন্যতম। তারা 'ভেলুয়া সুন্দরী'কে সাধারণ নাটক মনে করেন না, তাকে পালা গান হিসেবে দেখেন। আব্দুল মান্নান সাহেব এই পালা গান সম্পর্কে আরো বললেন, ......

    আপনারা হয়তো জানেন, বর্তমান মঞ্চে কোন বিশেষ অনুষ্ঠান আয়োজনের জন্য মঞ্চ সজ্জার জন্য অনেক খরচ হয়। কিন্তু বাংলাদেশের শিল্পীরা মঞ্চ সজ্জার নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছে। 'ভেলুয়া সুন্দরী' এর মাধ্যমে আমরা কিছু ধারণা পেয়েছি। এ সম্পর্কে আব্দুল মান্নান বলেন, ......

    এই প্রতিনিধি দলের সমন্বয়কারী, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক শফি আহমেদ তাদের মঞ্চ সজ্জার কৌশল সম্পর্কে আরো ব্যক্ত করেন, ......

    নাটকটি ভালো হয়েছে বটে। তবে দুঃখের বিষয় হলো সেই দিন দর্শকদের বেশির ভাগই বাংলা ভাষা জানতেন না। নইলে তারা আরো বেশি মজা পেতেন। তবে চীনা দর্শকদের প্রতিক্রিয়া দেখে বাংলাদেশের শিল্পীরা হতাশ হন নি। তারা বলেন, .......

    ভবিষ্যতে দু'দেশের সংস্কৃতিক বিনিময়ের সময় ভাষার সমস্যা সমাধানের জন্য চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমেদ প্রস্তাব করেন, ......

    বাংলাদেশের প্রতিনিধি দল চীনে মাত্র কয়েক দিন ছিলো। তবে চীন সফর তাদের মনে ভালো দাগ কেটেছে। এ সফরের মাধ্যমে তারা বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং চীনসহ নানা দেশের নাটক দেখেছেন। শুনুন চীন সফর সম্পর্কে তাদের মূল্যায়ন কী? ......

    সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের সম্পর্ক নিবিড় হয়ে যায় এবং সমঝোতা বাড়ানো যায়। এবারের আন্তর্জাতিক অপেরা বিষয়ক গবেষণা ফোরামে অংশ নেয়ার পর সবাই উপলব্ধি করেছেন যে, ভবিষ্যতে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রের সহযোগিতার সম্ভাবনা আরো সম্প্রসারিত হবে। রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমেদ বলেন, ......

    সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সভাপতি আব্দুল মান্নান বলেন, .......

    সমন্বয়কারী শফি আহমেদ মনে করেন, .......

    বাংলাদেশ ও চীন সরকার এবং বেসরকারী সংস্থার যৌথ সহযোগিতার মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে বলে আমরা বিশ্বাস করি। (ইয়ু কুয়াং ইউয়ে)