জাতিসংঘ মানবাধিকার পরিষদে ৬ জুন রাষ্ট্রের মানবাধিকার বিষয়ক আলোচনার সময় কিছু দেশ চীনের তিব্বত পরিস্থিত সম্পর্কে একতরফা মন্তব্য করেছে। এ প্রসঙ্গে জেনেভায় চীনের প্রতিনিধি দলের উপ-প্রধান ও কাউন্সিলর ছিয়ান পো বলেন, 'তিব্বত সমস্যা কোন জাতি, ধর্ম ও সাংস্কৃতিক সমস্যা নয়। কিছু কিছু দেশ চীনের তিব্বত পরিস্থিতি সম্পর্কে একতরফা মন্তব্য প্রকাশ করেছে। চীনা প্রতিনিধি দল এর জন্য মর্মাহত। কিছু দেশ চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়কে মানবাধিকার সমস্যা হিসেবে উল্লেখ করেছে। এটা স্পষ্টই মানবাধিকার সমস্যার রাজনীতিকরণ এবং দ্বৈত মানদন্ড অনুসরণ।'
তিনি আরো বলেন, চীনের তিব্বত অঞ্চলের অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে। জনগণ উচ্চ মানের স্বশাসন অধিকার এবং স্বাভাবিক ধর্মীয় স্বাধীনতা উপভোগ করেন। তিব্বতের সংস্কৃতি সুষ্ঠুভাবে সংরক্ষিত হয়েছে। সেখানকার মানবাধিকারের মান নিরন্তরভাবে বাড়ছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|