৫ জুন পেইচিং অলিম্পিক গেমসের মশাল মধ্য চীনের সিয়াং থান ও শাও শান দুটি শহরে সাফল্যের সঙ্গে হস্তান্তর হয়েছে। ফলে অলিম্পিক গেমসের মশাল হু নান প্রদেশের হস্তান্তর শেষ হয়েছে।
এ দিন সকাল ৮টা ১৫ মিনিটে মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু হওয়ার আগে, চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের স্মরণ সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
সিয়াং থানের মশাল হস্তান্তর শুরু হয় তোং ফাং হোং মহাচত্বর থেকে। এর গন্তব্যস্থান হচ্ছে সিয়াং থান বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। ৫৭ কিলোমিটার পথ পারি দেয়ার পর অলিম্পিক গেমসের মশাল মাও সে তুং'র জন্মস্থান শাও শানে পৌঁছেছে। বেলা ১টার দিকে অলিম্পিক গেমসের মশাল শাও শানে হস্তান্তর শেষ হয়।
এ দিন অলিম্পিক গেমসের মশালযাত্রার মোট দৈর্ঘ ছিল ৮২.১ কিলোমিটার এবং ২শ' ৫জন বাহক এতে অংশ নেন।
৬ জুন অলিম্পিক গেমসের মশাল দক্ষিণ চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কুই লিনে হস্তান্তর হবে।–খোং চিয়া চিয়া
|