৫ জুন মধ্য চীনের হু নান প্রদেশের সিয়াং থান শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হয়েছে।
এদিন সকাল আটটা ১৫ মিনিটে হস্তান্তর অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েছুন জেলার ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।
সিয়াং থান শহরের তোং ফাং হোং মহাচত্বর থেকে মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়। মশাল হস্তান্তর চূড়ান্ত সিয়াং থান বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম গিয়ে শেষ হয়। অলিম্পিক মশাল মাও সে তুং'র জন্মস্থান শাও শান পৌঁছবে এবং বিকাল দুটা থেকে শাও শানে মশাল হস্তান্তর শুরু হবে।
এদিন মশাল যাত্রার মোট দৈর্ঘ্য ৮২.১ কিলোমিটার । ইতোমধ্যেই ২১.৮ কিলোমিটারে মোট ২০৫জন মশালবাহকের হাতঘুরে মশাল হস্তান্তর হয়েছে।(লিলু)
|