৩০ মে পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের আনহুই প্রদেশের চিসি জেলা ও হুয়াংশান শহরে সুষ্ঠুভাবে হস্তান্তর শেষ হয়েছে।
মশাল হস্তান্তরের আগে উপস্থিত সকল মানুষ সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের শোকে এক মিনিট নিরবতা পালন করেন।
সকাল ৯টায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল চিসি জেলার 'সিয়াংইয়ুন মহাচত্বরে' হস্তান্তর শুরু হয়। চীনের বিখ্যাত স্নুকার খেলোয়াড় তিং চুন হুইসহ ৮০জনেরও বেশি মশালবাহক প্রায় এক ঘন্টা ধরে হস্তান্তরে অংশ নেন।
বেলা দুইটায় মশাল হস্তান্তর হুয়াংশান শহরে শুরু হয়। সেখানে হস্তান্তর অনুষ্ঠান প্রায় সাড়ে তিন ঘন্টা চলে। হুয়াংশানে সর্বশেষ মশাল বাহক ছিলেন চীনের জাতীয় টাইকোন্ডো চ্যাম্পিয়ন উ চিং।
৩০ মে রাতে অলিম্পিক গেমসের মশাল বিশেষ বিমান যোগে মধ্য চীনের হুপেই প্রদেশের রাজধানী উহান শহরে যাওয়ার কথা। ৩১ মে সকালে উহান শহরে মশাল হস্তান্তর অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|